আন্তর্জাতিক

অর্থনীতিতে নোবেল পেলেন তিনজন

অর্থনীতিবিদ বেন এস বার্নাকে, অর্থনীতিবিদ ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ফিলিপ এইচ ডিগভিগ- এই তিনজন ২০২২ সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন।

ব্যাংক ও অর্থনৈতিক সংকট নিয়ে গবেষণা করায় এ বছর তাদের মনোনীত করা হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় সুইডেনের রাজধানী স্টকহোমে চলতি বছরের বিজয়ীদের নাম ঘোষণা করে অ্যাকাডেমি।

১৯০১ সালে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়। পরে ১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক ভেরিজ রিক্সব্যাংক অর্থনীতিতে পুরস্কার প্রবর্তন করে। পরের বছর থেকে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু করে।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের সম্মানে এই পুরস্কারের পুরো নাম রাখা হয় ‘আলফ্রেড নোবেল স্মৃতি রক্ষার্থে অর্থনীতিতে ভেরিজ রিক্সব্যাংক পুরস্কার।’

গত বছরও অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ৩ জন। তারা হলেন- ডেভিড কার্ড, জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইডো ইমবেনস।
সেই হিসেবে গত বছরের মতো এবারও পুরস্কারের ১ কোটি সুইডিশ ক্রোনার (প্রায় ৯ লাখ ডলার) ভাগ করে দেওয়িা হবে এই তিন অর্থনীতিবিদের মধ্যে। আগামী ১০ ডিসেম্বর তাদের প্রদান করা হবে পুরস্কারের অর্থ।

আগামী ডিসেম্বরে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কারের পদক, সনদ ও অর্থ তুলে দেওয়া হবে। সম্মানজনক এই পুরস্কারের অর্থমূল্য এক কোটি সুইডিশ ক্রোনার (১১ লাখ মার্কিন ডলার)।

Related Articles

Leave a Reply

Back to top button