বিনোদুনিয়া

অভিনয় ছাড়ছেন সাই পল্লবী!

দক্ষিণি ইন্ডাস্ট্রির জনপ্রিয়তম অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম সাই পল্লবী ধর্মের কারণেই নাকি অভিনয় জগত ছাড়তে চলেছেন।

সাই পল্লবীর সাম্প্রতিক একটি ছবি নিয়ে ব‍্যাপক চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। ধবধবে সাদা পোশাক, মাথায় কাপড় ঢাকা দিয়ে নিজের গোটা পরিবারের সঙ্গে ক‍্যামেরাবন্দি হয়েছেন তিনি। ভারতীয় গণমাধ্যম মারফত জানা যায়, দক্ষিণ ভারতের এক ধর্মীয় উৎসব ‘হেতাই হাবাবা’তে অংশ নিয়েছিলেন সাই পল্লবী। সেই উপলক্ষেই ঐতিহ্যবাহী পোশাকে সেজেছিলেন নায়িকা।

আর পল্লবীর এই ছবিগুলো দেখেই নেটপাড়ায় জল্পনা তুঙ্গে উঠেছে, অভিনয় কি ছেড়ে দিচ্ছেন সাই পল্লবী?

ধর্মের জন‍্য অভিনয় ছাড়ার উদাহরণ এই প্রথম নয়। এর আগেও অনেকেই বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন। সাই পল্লবীও বরাবর নিজের ধার্মিক দিকটা দেখিয়েছেন সামাজিক মাধ্যমে। তিনিও কি এই তালিকাতেই নাম লেখাচ্ছেন? নেটপাড়ায় নানা গুঞ্জনের মাঝে এ বিষয়টা নিয়ে কোনো মন্তব‍্যই করেননি সাই পল্লবী।

Related Articles

Leave a Reply

Back to top button