বিনোদুনিয়া
অভিনয় ছাড়ছেন নয়নতারা!

এবার অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ ভারতের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম নয়নতারা। খবর: ইন্ডিয়া টিভির।
সম্প্রতি সুপারস্টার শাহরুখ খানের মুক্তিপ্রতিক্ষীত সিনেমা ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। এমন সময় জানা গেলো তিনি অভিনয় ছাড়ছেন।
জানা গেছে, গত বছর জন্ম নেওয়া জমজ সন্তানদের সময় দিতেই তিনি অভিনয় থেকে দূরে সরে যেতে চাইছেন।
সূত্র আরও জানায়, জমজ সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাতেও সময় দেবেন।
যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি নয়নতারার।
তাকে শেষ বার দেখা গিয়েছিল ‘কানেক্ট’ ছবিতে।



