বিনোদুনিয়া

অভিনেত্রী সোনালি মারা গেছেন

সাবেক ‘বিগ বস ১৪’ খ্যাত তারকা ও রাজনীতিবিদ সোনালি ফোগাট আর নেই। খবর: আনন্দবাজার।

সোমবার (২২ আগস্ট) মাত্র ৪১ বছর বয়সেই নিজবাড়িতে হৃদরোগে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর পুলিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সহকর্মীদের সঙ্গে ভারতের পর্যটন নগরী গোয়ায় ভ্রমণে গিয়েছিলেন সোনালি। সেখানেই তার মৃত্যু হয়। তবে পুলিশের কাছ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।

প্রথমে কংগ্রেসে থাকলেও পরে বিজেপিতে যোগ দেন সোনালি। ২০১৯ সালে হরিয়ানা নির্বাচনে বিজেপির টিকিটে আদমপুর থেকে বিধানসভা নির্বাচনে লড়েছিলেন তিনি। টিকটকেও খুব জনপ্রিয় ছিলেন তিনি।

রাজনীতিকের চেয়ে অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত ছিলেন সোনালি। ২০১৬ সালে টেলিভিশন সিরিয়াল ‘এক মা জো লাখো কে লিয়ে বনি আম্মা’র মাধ্যমে তার অভিনয়ে আত্মপ্রকাশ। এরপর হরিয়ানভি চলচ্চিত্র ‘ছোড়িয়ান ছোরোঁ এস কাম নাহি হোতি’-তে দেখা যায় তাকে।

এ ছাড়া বেশ কয়েকটি পাঞ্জাবি এবং হরিয়ানভি মিউজিক ভিডিওতেও অভিনয় করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button