বিনোদুনিয়া
অভিনেত্রী দীপার মরদেহ উদ্ধার

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী দীপার চেন্নাইয়ে বিরুগমবক্কমের বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, প্রেম সম্পর্কিত সমস্যার কারণে মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই হতাশা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন। ইতোমধ্যেই পুলিশ তার মৃত্যুর মামলা দায়ের করেছে। ঘটনাটির তদন্ত চলছে।
২৯ বছর বয়সী এই অভিনেত্রী দক্ষিণী ইন্ডাস্ট্রিতে পলিন জেসিকা নামে পরিচিতি পেয়েছিলেন। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি।
সম্প্রতি ‘বৈধা’ নামে একটি সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়। আরও সাফল্যের পথে এগিয়ে যাওয়ার আগেই নিভে গেলো সম্ভাবনাময় এই অভিনেত্রীর জীবনপ্রদীপ। খবর: হিন্দুস্তান টাইমস।