রাজকূট

অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: ফারুক

অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

শুক্রবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এক নাগরিক সমাবেশে তিনি এই দাবি জানান।

দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এই নাগরিক সমাবেশের আয়োজন করে।
 
জয়নুল আবদীন ফারুক বলেন, ‘জনগণের সরকার ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ অন্যান্য জনদুর্ভোগ শেষ হবে না।’
এ সময় কোনো বিতর্ক সৃষ্টি না করে দ্রুত নির্বাচন দিতে সরকারকে আহ্বান জানান সমাবেশের প্রধান বক্তা বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবীব।
 
সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির ব্যাপারী।

Related Articles

Leave a Reply

Back to top button