অবসরে যাচ্ছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. আখতার হোসেনকে সরকারি চাকরি আইন অনুযায়ী আগামী ৩০ অক্টোবর থেকে অবসর দেয়া হলো।
এতে আরও বলা হয়েছে, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ৩১ অক্টোবর থেকে আগামী বছরের ৩০ অক্টোবর পর্যন্ত এক বছরের অবসর-উত্তর ছুটি (পি.আর.এল.) মঞ্জুর করা হলো।
তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
মো. আখতার হোসেন চলতি বছরের ১২ জানুয়ারি জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব পদে যোগদান করেন। এ পদে যোগদানের আগে তিনি ২০২১ সালের ২ জুন থেকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সিনিয়র সচিব পদে কর্মরত ছিলেন।
এর আগে, তিনি এ মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব পালন করেন।



