জাতীয়

অবশেষে স্বস্তির বৃষ্টি রাজধানীতে

একদিকে তীব্র গরম আর অন্যদিকে ঘনঘন লোডশেডিং- সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। তবে সব কিছু উপেক্ষা করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির জন্য স্বস্তি ফিরেছে রাজধানীবাসির।

শুক্রবার সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘে ঢাকা। বেলা ১১টার পর শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর ভারি বর্ষনের কারণে স্বস্তির বৃষ্টি রাজধানীর মানুষের শরীরের এনে দিয়েছে শীতল পরশ।

রাজধানীর ধানমন্ডি, ফার্মগেট, হাতিরঝিল, রামপুরা, বাড্ডা, উত্তরা, মালিবাগ, মৌচাকসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি নেমেছে। বেলা ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মুষলধারে বৃষ্টি চলছে।

এদিকে, ছাতা ছাড়া বের হয়ে বৃষ্টির কারণে কিছুটা ভোগান্তিতে পড়েন অনেকেই। তবে অসহ্য গরম থেকে স্বস্তি মেলায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন রাজধানীবাসী।

অন্যদিকে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, দুটিতে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

Related Articles

Leave a Reply

Back to top button