Leadক্রীড়াঙ্গন

অবশেষে শেফিল্ডে যোগ দিলেন হামজা

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। সেখানে লেস্টার সিটির হয়ে খেলেছেন তিনি। তবে কিছুদিন শোনা যাচ্ছিল দলবদল করেছেন এ মিডফিল্ডার। এবার এলো সে আনুষ্ঠানিক ঘোষণা। মধ্যবর্তী দলবদলে ধারে লেস্টার সিটি থেকে শেফিল্ড ইউনাইটেডে যোগ দিয়েছেন হামজা।

চুক্তি অনুযায়ী সেখানে থাকবেন মৌসুমের শেষ পর্যন্ত। অবশ্য সেখানে পরে চুক্তি স্থায়ী করার বিকল্পও থাকছে। সম্প্রতি বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার অনুমতি পেয়েছেন। তার পরেই এলো নতুন এ চুক্তির খবর।

লেস্টারে ২৭ বছর বয়সীর চুক্তি বাকি আরও আড়াই বছর। কিন্তু এ মৌসুমে প্রিমিয়ার লিগে সেভাবে খেলার সুযোগ পাচ্ছেন না তিনি। খেলেছেন ৬টি ম্যাচ। এর আগে ২০২২-২৩ মৌসুমে ওয়াটফোর্ডেও ধারে খেলেছেন।

নতুন চুক্তির ফলে এখন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না হামজার। কারণ শেফিল্ড প্রমোশনের লক্ষ্যে চ্যাম্পিয়নশিপে খেলছে। যা প্রিমিয়ার লিগের পরের স্তর। ইংল্যান্ডের হয়ে অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলা এ ফুটবলারের চ্যাম্পিয়নশিপে শেফিল্ডের হয়ে অভিষেক হতে পারে ১ ফেব্রুয়ারি ডার্বি কাউন্টির বিপক্ষে।

Related Articles

Leave a Reply

Back to top button