ক্রীড়াঙ্গন

অবশেষে ভারতের নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা

নিষেধাজ্ঞা দেয়ার ১২ দিন পর, অবশেষে ভারতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলো ফিফা।

শুক্রবার এক বিবৃতিতে এ বিষয়টি জানায় ফিফা। এর ফলে ভারত এখন আন্তর্জাতিক ফুটবলে অংশ নিতে পারবে। দেশটির ক্লাবগুলো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিতে পারবে। এমনকি দেশটি আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলীয় সকল কার্যক্রমেও অংশ নিতে পারবে।

সেসঙ্গে আসছে অক্টোবরে নারী অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজনে আর বাধা নেই দেশটির।

এর আগে, ফিফা ভারতকে সাসপেন্ড করেছিল গত ১৫ আগস্ট রাতে। অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশনের ওপর তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফিফা।

এআইএফএফকে এক চিঠিতে ফিফা খুব সাফ জানিয়ে দিয়েছিলো, সুপ্রিম কোর্টের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরকে শিগগিরই বাতিল করতে হবে, এরপর দ্রুততম সময়ে করতে হবে নির্বাচনও।

পরে গত সোমবার সুপ্রিম কোর্ট এআইএফএফ থেকে সিওএকে সরিয়ে নেয়। ভারপ্রাপ্ত জেনারেল সেক্রেটারি সুনন্দ ধরের হাতে তুলে দেয় ক্ষমতা। এরপরই ফিফার কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানায়।

তার চার দিনের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিলো ফিফা।

Related Articles

Leave a Reply

Back to top button