জাতীয়

অবশেষে জমিসহ চাকরি পাচ্ছেন সেই আসপিয়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবশেষে জমিসহ চাকরি মিলছে আসপিয়া ইসলাম কাজলের।

বরিশালের মেয়ে আসপিয়া ইসলাম কাজল, পুলিশে নিয়োগ পরীক্ষায় পঞ্চম হয়েও জমি না থাকার কারণে চাকরি হচ্ছে না। কিন্তু আসপিয়া হঠাৎই জানতে পারেন, জমি না থাকার কারণে তার চাকরি শেষমেশ হচ্ছে না। হতাশ হয়ে বসে পড়লেন পুলিশ লাইনসের গেটে। বসে পড়ার সেই ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল।

মুহূর্তেই উঠে নিন্দার ঝড়। দেশজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা ।

এ বিষয়ে অবগত হয়ে, প্রধানমন্ত্রীর নির্দেশে আসপিয়ার স্থায়ী ঠিকানা গড়ে দেওয়া যাচ্ছে বলে জানান, বরিশালের জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।

জেলা প্রশাসক বলেন, ‘ভূমিহীন এবং গৃহহীনদের ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পে আসপিয়া নিজের একটি ঘর প্রাপ্য। আগামী প্রকল্পের অর্থ বরাদ্দ হবে শিগগিরই। ওই ধাপে আমরা একটি ঘর তাকে (আসপিয়া) উপহার দেব।’

এ বিষয়ে বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির সভাপতি জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, আসপিয়ার নিয়োগ বাতিল করা হয়নি। আবেদনে তার স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ ছিল। বিষয়টি ভেরিফিকেশনে উঠে আসে। এমনটা বলা হয়নি, তার চাকরি হবে না।

 

Related Articles

Leave a Reply

Back to top button