জাতীয়

অবশেষে গভীর রাতে স্বস্তির বৃষ্টি

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলেন, বৃহ:স্পতিবার, রাজধানীর কোনো কোনো এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সারাদিন বৃষ্টির দেখা না পেয়ে, অনেকেই বিরূপ মন্তব্য করেছেন আবহাওয়া অফিসের তথ্য নিয়ে। কিন্তু গভীর রাতে সেই তথ্যের প্রতিফলন ঘটে। হঠাৎ দমকা হাওয়া আর বিদ্যুতের ঝলকানি দিয়ে শুরু হয় কালবৈশাখী ঝড়।

মিরপুর অঞ্চলে ১২টার দিকে শুরু হওয়া বৃষ্টি প্রায় ৪০ মিনিট স্থায়ী হয়। এরমধ্যে প্রায় আধাঘণ্টা জুড়ে মুষলধারে বৃষ্টি হয়। একইভাবে বাড্ডা, রামপুরা, বনশ্রী, যাত্রাবাড়ীসহ রাজধানীর অন্যান্য অংশ থেকেও বৃষ্টির খবর পাওয়া গেছে।

পুরো এপ্রিল মাসজুড়ে ছিল তাপপ্রবাহ।‌ ঢাকায় তাপপ্রবাহ শুরু হয় ১১ এপ্রিল। এরপর টানা তাপপ্রবাহের মধ্যে কেটেছে নগরবাসীর জীবন। এরমধ্যে কয়েকদফা দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। তীব্র গরমে দেশের অন্যান্য অঞ্চলের মানুষের মতো বিপর্যস্ত ছিল রাজধানীবাসীও।

এসময়ে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমেছে। গত কিছুদিন ধরে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া অতি তীব্র তাপপ্রবাহ দূর হয়েছে। অর্থাৎ দেশের কোথাও আর সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি নেই।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায়। এছাড়া রাজশাহী ও ঈশ্বরদীতে ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস। এ তিন জেলায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি।

ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Back to top button