অপরাধ-আদালত

অবকাশকালীন বিচারকার্য পরিচালনায় হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন

ফারজানা আফরিন:

অবকাশকালীন বন্ধে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম পরিচালনার জন্য ৮টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান বিচারপতির সই করা অবকাশকালীন বেঞ্চ গঠন সংক্রান্ত বিজ্ঞপ্তি সোমবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অবকাশকালীন সময়ে আগামী ২২, ২৩, ২৫ ও ২৬ অক্টোবর হাইকোর্টের বিচার কাজ পরিচালনায় এসব বেঞ্চ গঠন করা হয়েছে। এর মধ্যে ৪টি দ্বৈত এবং ৪টি একক বেঞ্চ রয়েছে।

উল্লেখ্য যে আগামী ২০ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৯ দিন সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন এই ৮ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

Related Articles

Leave a Reply

Back to top button