জাতীয়

অফিস সময়ে বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি চিকিৎসক নয়

সরকারি হাসপাতালের চিকিৎসকরা, অফিস সময়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না ।

মঙ্গলবার (১৬ নভেম্বর) সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয়ের টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্তের পর এমন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

সভায় যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে, সেগুলো হল-

১. সরকারি হাসপাতালের কোনও চিকিৎসক অফিস সময়ে বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে পারবে না। যদি কোনও কারণে কর্মরত থাকে তাহলে টাস্কফোর্স ও সংশ্লিষ্টদের অবগত করতে হবে।

২. হাসপাতাল/ডায়াগনস্টিক সেন্টার/ল্যাব/ক্লিনিকগুলোতে লাইসেন্স নিবন্ধন নম্বর স্পস্টভাবে উল্লেখ থাকতে হবে।

৩. টাস্কফোর্স কর্তৃক সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিদর্শন/অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান পরিচালনা।

৪. ১৬ নভেম্বরের মধ্যে অনিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স গ্রহণ না করা।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং টাস্কফোর্স কমিটির আহ্বায়ক মোস্তফা কামালের সভাপতিত্বে কমিটির সদস্যসচিব শিব্বির ওসমানী, স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল শাখার পরিচালক ফরিদ হোসেন মিঞা, যুগ্ম সচিব সালমা তানজিয়া, যুগ্ম সচিব সায়লা ফারজানাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button