বিনোদুনিয়া

অপুর কানের দুল পরতেন শাকিব খান!

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজ একটি সাক্ষাৎকার নিয়েছে নায়িকার অপু বিশ্বাসের। সেখানে সাকিব খানের সাথে অতিতের ছোটো ছোটো বেশ কিছু রোমান্টিক স্মৃতি তিনি তুলে ধরেছেন। তাঁর মধ্যে মজার বিষয়টি ছিলো যে, অপু বিশ্বাসের কানের দুল পরতেন সাকিব খান। অপুৃ বলেন, ‘আমার কানে অনেকগুলো ফুটো করা। ছোট ছোট কানের দুল পরি। অন্যদিকে শাকিবেরও কানে ফুটো আছে। কিন্তু শুটিংয়ে বেশির ভাগ সময়ই সে দুল পরতে ভুলে যেত। তখন আমার যে কত কানের দুল ও নিয়েছে। বলত কন্টিনিউইটি আছে, আর দেওয়া যাবে না।’
সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানিয়েছেন, সম্পর্কে না থাকলেও ছেলের জন্য এখনো কোনো না কোনোভাবে শাকিবের সঙ্গে যোগাযোগ হয়। কিছুন আগে নায়কের জন্মদিনেও নাকি রান্না করে পাঠিয়েছিলেন। ছেলে আব্রাহাম খান জয়ের সঙ্গে রং মিলিয়ে শাকিবের জন্য পোশাকও কেনেন অপু।
তাঁকে প্রশ্ন করা হয়, প্রথম ঈদে একে অপরকে কী উপহার দিয়েছিলেন তারা। প্রথমে প্রশ্নটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে লাজুক হাসি হেসে অপু বলেন, ‘সে সময় একটি কাজে দুবাই গিয়েছিল শাকিব। তখন সেখান থেকে আমার জন্য একটি গলার হার এনেছিল। তা সোনার না হীরার, সেটা বলা যাবে না।’
যদিও শাকিবের জীবনে অপু এখন অতীত। শবনম বুবলীর সঙ্গে পরে সম্পর্কে জড়িয়েছিলেন শাকিব। তাদেরও একটি ছেলে আছে। তবে বুবলীর সঙ্গে শাকিবের সম্পর্ক নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক।
অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘লালশাড়ি’ মুক্তির অপেক্ষায় আছে । সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটিতে অপুর বিপরীতে আছেন চিত্রনায়ক সাইমন সাদিক।

Related Articles

Leave a Reply

Back to top button