অপকর্ম করে যারা দলের দুর্নাম কামিয়েছেন তারা আগামীতে মনোনয়ন পাবেন না : কাদের

গডফাদারগিরি করে, অপকর্ম করে যারা দলের দুর্নাম কামিয়েছেন তারা আগামীতে মনোনয়ন পাবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নমিনেশন চাইবেন, শেখ হাসিনার কাছে হিসাব আছে। যারাই অপকর্ম করে, গডফাদারগিরি করে দলের দুর্নাম কামিয়েছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন তারা কিছুতেই পাবেন না। এটা নেত্রীর পরিষ্কার নির্দেশ। খারাপ আছেন ভালো হয়ে যান, শুদ্ধ হয়ে যান।
আওয়ামী লীগের এ নেতা বলেন, আহ্বান জানাচ্ছি দলকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে। অপকর্ম করবেন না। আওয়ামী লীগের নামে অপকর্ম করবেন না। যারাই অপকর্ম করছেন তাদের এসিআর কিন্তু নেত্রীর কাছে জমা আছে।