সাহিত্য ও বিনোদন

অন্তঃসত্ত্বা শখের ছবি ভাইরাল

মা হতে যাচ্ছেন দেশের টিভি নাটকে এক সময় জনপ্রিয় মুখ আনিকা কবির শখ।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন শখ নিজেই। তিনি এ মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা।

২০২০ সালের ১২ মে দ্বিতীয় বিয়ে করেন শখ। তার স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী।

শনিবার (১৮ সেপ্টেম্বর) ফেসবুকে দেখা গেলো গর্ভবতী শখের কিছু ছবি ভাইরাল হয়েছে। বিশেষ করে স্বামীর সঙ্গে তার ছবিটি নজর কেড়েছে সবার। এই ছবিতে তার শারীরিক পরিবর্তন বেশ লক্ষণীয়।

অনেকে ছবিটি দেখে শখের আগেকার সৌন্দর্যের সঙ্গে তুলনা করে নানা রকম ‘বডি শেমিং’ করছিলেন। তারই প্রতিবাদে শোবিজের অনেক শিল্পী ও শখের অনুরাগীরা ছবিটি শেয়ার করছেন। সেই সঙ্গে মাতৃত্বের জন্য অভিনন্দন জানাচ্ছেন শখকে।

Related Articles

Leave a Reply

Back to top button