ক্রীড়াঙ্গন

অনুশীলনের বদলে আইসোলেশনে ধোনীর দল, ১২ জনরই করোনা পজেটিভি

২০২০ আইপিএলে অংশগ্রহণ করতে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছে মহেন্দ্র সিং ধোনির দল।  নিরাপত্তার খাতিরে এক সপ্তাহ আগেই  ফ্র্যাঞ্চাইজির সব সদস্যের করোনা পরীক্ষা করানো হয়। পরীক্ষাতেই ফলাফল আসে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের ১৩ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।  ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র রিপোর্ট অনুযায়ী, চেন্নাই সুপার কিংসের এক ভারতীয় ফাস্ট বোলার এবং সাপোর্ট স্টাফ, সোশ্যাল মিডিয়া টিমের ১২ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে।

আপাতত আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। আর স্কোয়াডের সবাইকে দুবাইয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। দুবাইয়ে যাওয়ার আগে পাঁচদিনের  অনুশীলন ক্যাম্পে অংশ নিয়েছিলেন স্থানীয় ক্রিকেটাররা। ধারণা করা হচ্ছে, চেন্নাইয়ে অনুশীলন ক্যাম্প চলাকালীন সময়েই এই সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন।

চেন্নাই সুপার কিংসের সদস্যরা এরইমধ্যে দুবাইয়ে পৌঁছে ৬ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষ করেছেন। কিন্তু এখনও অনুশীলনই শুরু করতে পারেননি ধোনিরা। যদিও এরইমধ্যে অনুশীলনে নেমে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড়রা।

Related Articles

Leave a Reply

Back to top button