
আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাকে অনিয়ম, দুর্নীতি, মাদক ও যানজটমুক্ত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সোমবার (২৬ মে) উপজেলা প্রশাসনের হল রুমে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অঙ্গীকার করেন বক্তারা।
উপজেলা ও পুলিশ প্রশাসন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সাংবাদিক প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, ইউপি চেয়ারম্যান ও ছাত্র প্রতিনিধিসহ নানা শ্রেণি-পেশার প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান, সরাইল উপজেলা বিএনপি’র সাবেক সম্পাদক ও পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরূজ্জামান লস্কর তপু, উপজেলা জামায়াতের আমীর মো. এনাম খাঁন, সেনা সদস্য সার্জেন্ট রাসেল, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. আনোয়ার হোসেন,

সরাইল মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ মাহবুব খান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মনসুর আহমেদ , সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো. মনসুর আহমেদ, কালীকচ্ছ ইউপি চেয়ারম্যান মো. ছায়েদ হোসেন, সরাইল থানার এস আই মো. জয়নাল আবেদীন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আশিক চৌধুরী,
সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ তফছির, সাংবাদিক মো. শরীফ উদ্দিন, ছাত্র প্রতিনিধি রিয়াদুল ইসলাম রিয়াদ ও মো. মামুন প্রমুখ।
বক্তারা সরাইলে পিডিবিসহ বিভিন্ন সেক্টরে অনিয়ম, দুর্নীতি, অনুমোদনবিহীন পশুর হাট, মাদকের বিস্তৃতি, সরাইল সদরে সময়ে অসময়ে তীব্র যানজট, পিছিয়ে পড়া নৈতিক শিক্ষা, সংবাদ ও সাংবাদিকদের কর্মকান্ড দায়িত্ব পালন, আইন শৃঙ্খলা সভার বিশৃঙ্খলার বিষয়ে বিশদ আলোচনা করেন।
সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা সভার সদস্য ও পরিবার থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সকল পর্যায়ের দায়িত্বশীল লোকজন দায়িত্ব নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।
দাঙ্গা মাদক প্রতিরোধ ও ফসলি জমি পুকুর কাটার বিরূদ্ধে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করায় ইউএনও এবং ওসিকে ধন্যবাদ জানান বক্তারা। সেই সাথে ফ্যাসিস্টদের বিরুদ্ধে ২৪-এর আন্দোলনে নিহত বীর শহিদদের রূহের মাগফিরাত কামনা করে গণহত্যাসহ বিভিন্ন মামলার আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।
ইভটিজিং ও মাদক প্রতিরোধে বিশেষ অবদান রাখায় সরাইল থানার এসআই মো. জয়নাল আবেদীনকে সম্মাননা স্মারক দেয় উপজেলা প্রশাসন। বদলিজনিত কারণে সভায় আবেগাপ্লুত বক্তব্যের মাধ্যমে সরাইলবাসীর কাছ থেকে বিদায় নেন এস আই জয়নাল আবেদীন। সরাইলবাসীর পক্ষে জয়নাল আবেদীনের তিন বছর কর্মকালের ভূয়সী প্রশংসা করা হয়।



