বিনোদুনিয়া

অনন্ত-রাধিকার বিয়েতে শাহরুখ!

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রিওয়েডিং অনুষ্ঠানে ভারত ও এর বাইরের তারকাদের উপস্থিতি এ অনুষ্ঠানে ভিন্নমাত্রা এনেছে।

বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইভাঙ্কা ট্রাম্প, সদগুরু থেকে শুরু করে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, আমির খানসহ অসংখ্য খ্যাতিমান ব্যক্তিত্ব ‍উপস্থিত হয়েছেন আম্বানী পরিবারের বিয়েতে। বলিউড বাদশা তাদের মধ্যেও বিশেষ নজর কেড়েছেন।

২ মার্চ রাতে অনন্ত-রাধিকার প্রিওয়েডিং অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন শাহরুখ খান। তিনি এরই মধ্যে আমির খান এবং সালমান খানের সঙ্গে ‘নাটু নাটু’ গানে নেচে ইতিহাস রচনা করেছেন। প্রথমবার তিন খানকে একসঙ্গে পা মেলাতে দেখা গেল আম্বানি পরিবারের কল্যাণে।

এবার জামনগর থেকে আরও একটি নতুন ভিডিও প্রকাশ্যে এসেছে। ‘পাঠান’ সিনেমার জনপ্রিয় গান ‘ঝুমে যো পাঠান’ গানের সঙ্গে একাই পারফর্ম করলেন। এ সময় তার পরনে ছিল কালো পাঠানি স্যুট।

শাহরুখের একটি ফ্যান ক্লাব এ ভিডিওটি শেয়ার করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button