জাতীয়

অতীতের কোন সরকার এতো উন্নয়ন করেনি: ত্রাণ প্রতিমন্ত্রী

বর্তমান সরকার কয়েক বছরে যা উন্নয়ন করেছে অতীতে  কোন সরকার তা করেনি বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে সাভার ও আশুলিয়ায় ২০ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে বেশ কয়েকটি নির্মাণ শেষ হওয়া রাস্তা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

সাভারের কলমা থেকে বিএলআরআই পর্যন্ত রাস্তা, বড় আশুলিয়া থেকে রাঙ্গামাটি রাস্তা, কাঠগড়া বাজার থেকে চিত্রশাইল হয়ে কান্দাইল পর্যন্ত রাস্তা ও চানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন এদিন উদ্বোধন করা হয়।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এসময় আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, উপজেলা প্রকৌশলী তরুণ কুমার  বৈদ্য, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, উপজেলা সহকারী প্রকৌশলী মাকছুদুন্নবীসহ আরো অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button