খেলা

অজিদের বিরুদ্ধে আবারও দাপুটে জয় টাইগারদের

অস্ট্রেলিয়ার বিপক্ষে আবারও দাপুটে জয় টাইগারদের।

৮ বল হাতে থাকতেই পাঁচ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে টাইগারদের এ জয়ে স্বাগতিক দল এগিয়ে গেছে ২-০তে।

এর আগে, বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যা ৬ টায় শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় দুদল।

ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নিয়েও সুবিধা করতে পারেনি অস্ট্রেলিয়া। মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং ও অন্য বোলারদের দারুণ সহায়তায় ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে অস্ট্রেলিয়া।

শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। অস্ট্রেলিয়া সতর্ক শুরু করলেও পাওয়ার প্লেতে দলটি ২ উইকেট তুলে নেয় টাইগাররা। ৬ ওভার শেষে ৩২ রান তুলতে পারে সফরকারী অজিরা।

দলীয় ১৩ রানে ওপেনার অ্যালেক্স ক্যারিকে নাসুম আহমেদের ক্যাচে পরিণত করেন মেহেদী হাসান। আর ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসা মোস্তাফিজুর রহমান অসাধারণভাবে বোল্ড করেন আরেক ওপেনার জস ফিলিপকে।

মাঝে তৃতীয় উইকেট জুটিতে ৫২ বলে ৫৭ করে দলকে বিপর্যয় থেকে বাঁচানোর চেষ্টা করেন মিচেল মার্শ ও মইসেস হেনরিকেস। তবে ২৫ বলে ৩০ রান করা হেনরিকেসকে সাকিব আল হাসান বোল্ড করলে ভাঙে জুটি। এরপর মার্শও বেশিক্ষণ টিকতে পারেননি। আগের ম্যাচের মতো এ ম্যাচেও ৪৫ রান করেন। এবার ৪২ বল খেলে শরিফুল ইসলামের বলে উইকেটরক্ষক নুরুল হাসানকে ক্যাচ দেন।

এ ম্যাচে দু’দলই তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে।

সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ১২১/৭ (২০ ওভার)
মিচেল মার্শ- ৪৫ (৪২), মইসিস হ্যানরিক্স- ৩০ (২৫), অ্যালেক্স ক্যারি ১১ (১১), জশ ফিলিপ ১০ (১৪)।
মোস্তাফিজুর- ৩/২৩ শেখ মেহেদী- ১/১২ সাকিব আল হাসান ১/২২ শরিফুল ইসলাম ২/২৫

বাংলাদেশ: ১২৩/৫ (১৮.৪ ওভার)
আফিফ হোসেন- ৩৭ (৩১)*, সাকিব আল হাসান ২৬ (১৭), মেহেদী হাসান ২৩ (২৪), নুরুল হাসান ২২ (২১)
অ্যাস্টন অ্যাগার ১/১৭ জশ হ্যাজেলউড ১/২১

Related Articles

Leave a Reply

Back to top button