আন্তর্জাতিককরোনা

অক্সফোর্ডের টিকা নিরাপদ, প্রয়োগ চালু রাখার আহ্বান: ডব্লিউএইচও

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও বায়োটেক কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা নিরাপদ জানিয়ে প্রয়োগ অব্যাহত রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপের বেশ কিছু দেশ টিকা গ্রহীতাদের শরীরে রক্ত জমাট বাঁধাসহ সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উদ্বেগের কারণে টিকা প্রয়োগের স্থগিত করার প্রেক্ষিতে এই আহ্বান জানাল সংস্থাটি।

সংস্থাটির দাবি, অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনার টিকা নেওয়ার সঙ্গে মানবদেহের রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। ডেনমার্ক, বুলগেরিয়া, নরওয়ে, আইসল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের পথ ধরে সর্বশেষ জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনও অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রয়োগ নিষিদ্ধ করেছে।

এই সিদ্ধান্তকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করে দেশগুলো জানিয়েছে, এই সময়ের মধ্যে টিকার বিরুদ্ধে আসা অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ডব্লিউএইচও’র ভ্যাকসিন নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যস্ট্রাজেনেকার টিকার বিষয়ে আলোচনা করতে মঙ্গলবার (১৬ মার্চ) বৈঠকে বসছেন। টিকা ইস্যুতে একইদিন বৈঠকে বসছে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সিও (ইএমএ)। আগামী বৃহস্পতিবারের মধ্যে সংস্থাটি অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে হয়তো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে।

এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯ টিকা নেওয়ার সঙ্গে টিকা গ্রহীতার শরীরে রক্ত জমাট বাঁধার ঝুঁকির কোনো ইঙ্গিত নেই বলে জানিয়েছিল সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button