জাতীয়

অক্টোবরে আসবে যুক্তরাষ্ট্রের প্রাক-পর্যালোচনা টিম: পিটার হাস

আগামী অক্টোবরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক পর্যালোচনা (প্রি-অ্যাসেসমেন্ট) নির্বাচনী টিম বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ কথা বলেন।

রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘আমি সিইসিকে জানিয়েছি যে, অক্টোবরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র একটি প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক টিম পাঠাবে। এই বিশেষজ্ঞ টিমে থাকবেন যাদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে অভিজ্ঞতা রয়েছে। অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে; যাতে বাংলাদেশের জনগণ প্রতিনিধি নির্বাচন করতে পারবে।’

এ ছাড়াও বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন, রাজনৈতিক দলের নিবন্ধনসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পিটার হাস।

Related Articles

Leave a Reply

Back to top button