৭১৩ কেন্দ্রের ফলাফল: দ্বিগুণ ভোটে এগিয়ে তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। এ সিটিতে মোট ১ হাজার ১৫০টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত ৭১৩টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে রাজধানীর শিল্পকলা একাডেমি চত্বরে স্থাপিত নির্বাচনের ফলাফল ঘোষণা মঞ্চে এ কথা জানানো হয়।
এ সময় আব্দুল বাতেন বলেন, কোনো ভোটকেন্দ্রে ভোট স্থগিত হয়নি। এটা ইতিহাসে প্রথম। ট্যাবের মাধ্যমে অনলাইনে ভোটের ফলাফল আসছে।
তিনি জানান, ২৩ হাজার ভোটগ্রহণকারী কর্মকর্তা ভোটগ্রহণে সহায়তা করেছেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, ডিএনসিসির ৭১৩ কেন্দ্রের ফলাফলে ব্যারিস্টার তাপস এগিয়ে রয়েছেন দ্বিগুণ ভোটের ব্যবধানে। তিনি ভোট পেয়েছেন দুই লাখ ৭৮ হাজার ১৯৩। আর তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন এক লাখ ৪২ হাজার ৯৭৫ ভোট।
আর জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন তিন হাজার ৭১৩ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রহমান পেয়েছেন ১৮ হাজার ৭ ভোট।
খবর: বাংলানিউজ২৪