৬ষ্ঠ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন।
শামীমা দোলা।
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বাবিদ্যালয়ে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন গড়ালো ৬ষ্ঠ দিনে। এদিকে, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম- দূর্নীতির অভিযোগ এনে সকালে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। আর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, চলমান ঘটনার তদন্ত চলছে।
সকালেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে অনশন করছে কিছু শিক্ষার্থী। এক অনশনকারী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা জানান, ভিসির অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তদন্ত চলছে। এর মধ্য দিয়েই ঘটনার মিমাংসা হবে বলে দাবি তাদের।
অন্যদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পদত্যাগকারী সহকারি প্রক্টর মোঃ হুমায়ুন কবীর জীবনের নিরাপত্তা চেয়ে গোপালগঞ্জ সদর থানায় সাধারন ডায়েরী করেছেন।
পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।