Leadআন্তর্জাতিক

৫ হাজার পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠালো সৌদি

সৌদি আরব গত ১৬ মাসে মোট ৫,০৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠিয়েছে, আরও ৩৬৯ জনকে অন্য পাঁচটি দেশে ভিক্ষাবৃত্তির দায়ে আটক করা হয়েছে।

বুধবার (১৪ মে) জাতীয় পরিষদে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি লিখিত উত্তরে পাকিস্তান পিপলস পার্টির (PPP) এমএনএ সেহার কামরানের করা প্রশ্নের জবাবে দিয়েছেন।

মন্ত্রী যে সরকারি তথ্য উপস্থাপন করেছেন, তাতে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (UAE) থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ৪,৮৫০ জনকে এবং ২০২৫ সালে এখন পর্যন্ত ৫৫২ জন পাকিস্তানি দেশে ফিরেছে।

সেহার কামরান গত তিন বছরের তথ্য চাইলেও, মন্ত্রী কেবল ২০২৪ সালের জানুয়ারি থেকে তথ্য দিয়েছেন।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কৃতদের মধ্যে সর্বাধিক ২,৭৯৫ জন সিন্ধু প্রদেশের, ১,৪৩৭ জন পাঞ্জাবের, ১,০০২ জন খাইবার পাখতুনখোয়ার, ১২৫ জন বেলুচিস্তানের, ৩৩ জন আজাদ কাশ্মীরের, এবং ১০ জন ইসলামাবাদের বাসিন্দা।

সৌদি আরবের পরে, ইরাক থেকে ২৪৭ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। UAE, যারা এই বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে কড়া অবস্থান নিয়েছে এবং পাকিস্তানিদের জন্য ভিসা কঠোর করেছে, সেখানে থেকে এখন পর্যন্ত ৫৮ জনকে ফেরত পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button