Leadপ্রবাসে বাংলা

৫৬ প্রবাসী বাংলাদেশি পেলেন সিআইপি মর্যাদা

বাংলাদেশের অর্থনীতিতে রেমিট্যান্স পাঠানো ও বিনিয়োগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ৫৬ জন অনিবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি-অনিবাসী বাংলাদেশি) হিসেবে ঘোষণা করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

রোববার (১ জুন) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করা হয়। এতে উল্লেখ করা হয়, ২০২২-২৩ অর্থবছরে বৈধ পথে সর্বাধিক রেমিট্যান্স প্রেরণ, সরাসরি বিনিয়োগ এবং বাংলাদেশি পণ্যের আমদানি—এই তিন ক্যাটাগরিতে ২০২৪ সালের জন্য এই সম্মাননা দেওয়া হয়েছে।

ক্যাটাগরি অনুযায়ী নির্বাচিতদের সংখ্যা:
-সরাসরি শিল্পখাতে বিনিয়োগকারী: ২ জন
-বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী: ৪৫ জন
-বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক: ৯ জন

সিআইপি মর্যাদায় যেসব সুবিধা পাবেন নির্বাচিতরা:
গেজেট অনুযায়ী, নির্বাচিত সিআইপিরা সরকার অনুমোদিত পরিচয়পত্রের মাধ্যমে বাংলাদেশে ও বিদেশে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা ভোগ করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য সুবিধাগুলো হলো:
-বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য বিশেষ প্রবেশপত্র
-নীতি নির্ধারণী কমিটিতে সদস্য হওয়ার যোগ্যতা
-জাতীয় দিবসগুলোতে বিদেশি মিশনের অনুষ্ঠানে আমন্ত্রণ
-বিমান, রেল, সড়ক ও নৌযাত্রায় আসন সংরক্ষণে অগ্রাধিকার
-সরকারি হাসপাতালে চিকিৎসায় কেবিন সুবিধা
-বিদেশি বিনিয়োগকারীদের মতো সুযোগ-সুবিধা ভোগ
-বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘চামেলী’ ব্যবহারের অনুমতি ও স্পেশাল হ্যান্ডলিং সুবিধা
-সিটি করপোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশগ্রহণের সুযোগ

মেয়াদ ও শর্তাবলি
প্রাপ্ত পরিচয়পত্রটির মেয়াদ শেষে এক সপ্তাহের মধ্যে তা মন্ত্রণালয়ে জমা দিতে হবে। সময়সীমা অতিক্রান্ত হলে সুবিধাগুলো আর প্রযোজ্য হবে না। একইসঙ্গে সরকার যেকোনো সময় গেজেট জারি করে সিআইপি মর্যাদা ও সংশ্লিষ্ট সুবিধা বাতিল করতে পারবে।

Related Articles

Leave a Reply

Back to top button