৩ ইকো-ট্যুরিজম পার্কের মাস্টারপ্ল্যান দেখলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার জেলার টেকনাফ ও সোনাদিয়ায় প্রতিষ্ঠার জন্য তিনটি ইকো ট্যুরিজম পার্কের মাস্টারপ্ল্যান দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক ও সাবরাং ট্যুরিজম পার্কের মাস্টারপ্ল্যান প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়।
মাস্টারপ্ল্যান অনুযায়ী মহেশখালী উপজেলায় সোনাদিয়া ইকো-ট্যুরিজম পার্ক, টেকনাফ উপজেলার টেকনাফ সদর ইউনিয়ন নাফ ট্যুরিজম পার্ক, সাবরাং ইউনিয়নে সাবরাং ট্যুরিজম পার্ক প্রতিষ্ঠা করা হবে।
মাস্টারপ্ল্যান দেখার পর প্রধানমন্ত্রী সাবরাং ট্যুরিজম পার্ক শুধু বিদেশিদের জন্য গড়ে তোলার কথা বলেন।
নাফ ও সাবরাং ট্যুরিজম পার্ক গড়ে তোলার কাজ তিন বছরের মধ্যে শেষ করার কথা বলেন প্রধানমন্ত্রী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম প্রমুখ