Leadক্রীড়াঙ্গন

৩০ ম্যাচে ৯৬ গোল—বার্সা পেল আরেক লামিনে ইয়ামাল

এই বিষ্ময়কর বালক গড়ে প্রতি ম্যাচে করেছে তিনটিরও বেশি গোল

ধারাবাহিকভাবে ফুটবল রত্ন তুলে আনায় সুখ্যাতি আছে বার্সেলোনার একাডেমি লা মাসিয়ার। তেমন আরেক রত্ন পেতে যাচ্ছে কাতালান জায়ান্টরা।

ফোড দিয়ালো—১৩ বছর বয়সী এই বালক যুব স্তরের ফুটবলে কী করেছে শুনলে অবাক না হয়ে পারবেন না। বার্সেলোনা আলেভিন এ (অনূর্ধ্ব-১৩) দলের হয়ে ৩০ ম্যাচে করেছে ৯৬ গোল! এক প্রতিবেদনে সেটিই জানিয়েছে বার্সা নিউজ।

এই বিষ্ময়কর বালক গড়ে প্রতি ম্যাচে করেছে তিনটিরও বেশি গোল। এমন কীর্তি করতে যুব স্তরের ফুটবলেও খুব কম দেখা যায়।

দিয়ালোর এমন পারফরম্যান্স দেখে মুগ্ধ হতেই হয়। তাকে মনে করা হচ্ছে পরবর্তী লামিনে ইয়ামাল। অনেকে আবার তার মধ্যে খুঁজে পেয়েছে বার্সার আরেক ফরোয়ার্ড ফেরান তোরেসের ছায়াও। তার মতোই দিয়ালোর গোলক্ষুধা ও উদযাপন।

মাত্র ১৫ বছর বয়সে বার্সার মূল দলে অভিষেক হয় ইয়ামালের। এরপর একের পর এক রেকর্ড গড়ে চলেছেন ১৭ বছর বয়সী উইঙ্গার। মনে করিয়ে দিচ্ছেন লা মাসিয়া থেকে উঠে আসা বার্সার আরেক কিংবদন্তি লিওনেল মেসির কথা।

চলতি মৌসুমে ইয়ামালের প্রতিভার ঝলক ও কঠোর পরিশ্রমের ফসলও ঘরে তুলতে যাচ্ছে বার্সা। আর এক ম্যাচ জিতলেই লা লিগা পুনরুদ্ধার করবে হানসি ফ্লিকের দল। এর আগে গত এপ্রিলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে জিতেছে কোপা দেল রে।

লা মাসিয়া শুধু ফুটবল বিশ্বকে মেসি, ইয়ামাল বা তোরেসকে উপহার দেয়নি। জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেতস, কার্লোস পুয়োলের মতো কিংবদন্তিদেরও আঁতুড়ঘর লা মাসিয়া। বার্সার বর্তমানের দুই তারকা গাভি ও পাউ কুবারসিও এসেছন সেখান থেকে।

Related Articles

Leave a Reply

Back to top button