চট্রগ্রামজেলার খবর

২৯ কেজি ওজনের একটি বিগহেড

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর জালে ধরা পড়েছে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ। উপজেলার চরলাপাং এলাকায় মেঘনা নদী থেকে রোববার (১৮ মে) বেলা ১১টার দিকে মাছটি ধরেন জেলে পরিতোষ বর্মণসহ অন্য জেলেরা।

জানা যায়, উপজেলার গোপীনাথপুর (মনতলা) গ্রামের জেলে পরিতোষ বর্মণসহ অন্য জেলেরা প্রতিদিনের ন্যায় আজ রবিবার সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যান। নৌকার মধ্যে বছুরি জাল দিয়ে তারা মাছ ধরছিলেন।

এ সময় তাদের জালে ২৯ কেজি ওজনের একটি বিগহেড মাছ ধরা পড়ে। পরে মাছটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে ৮৫০ টাকা কেজি ধরে ২৪ হাজার ৬৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে পরিতোষ বর্মণ বলেন, ‘আমাদের জালে ধরা পড়া মাছটির ওজন ২৯ কেজি। ৮৫০ টাকা কেজি ধরে এটি স্থানীয় ব্যাপারী সুমন মিয়ার কাছে বিক্রি করেছি।

তিনি ভৈরব ফেরিঘাটে নিয়ে বিক্রি করবেন বলে জানিয়েছেন। এ বছর সৌভাগ্যক্রমে একাধিক বড় মাছ জালে লেগেছে।’ বড় মাছ ধরা পড়াতে তিনি খুব উৎফুল্ল প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button