জাতীয়

২৪ ঘন্টার মধ্যেই রাজধানীর অধিকাংশ এলাকার বর্জ্য অপসারণ

প্রতিশ্রুতি মতো চব্বিশ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য সরিয়েছে নিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ফলে ঢাকা উত্তরের সব রাস্তা-ঘাট এখন পরিষ্কার-পরিচ্ছন্ন

এবারে বর্জ্য অপসারণে ঈদের দিন দুপুর থেকেই কাজ করছে সিটি কর্পোরেশনের সাড়ে নয় হাজার পরিচ্ছন্নতাকর্মী। তবে দুই সিটি করপোরেশনের নির্ধারিত ৮৭৫ টি জায়গায় পশু কোরবানী দেয়ার স্থান নির্ধারণ করা হলেও বাসা-বাড়ির সামনেই পশু কোরবানি দিয়েছেন রাজধানীবাসী!

মিরপুর, খিলক্ষেত, মোহাম্মদপুর ও পাইকপাড়ায়সহ ঢাকা উত্তরের সব জায়গা এখন বর্জ্য মুক্ত।

আর এবারে বর্জ্য অপসারণে ঈদের দিন দুপুর থেকেই কাজ করছে উত্তর সিটি কর্পোরেশনের সাড়ে নয় হাজার পরিচ্ছন্নতাকর্মী। তবে দুই সিটি করপোরেশনের নির্ধারিত ৮৭৫ টি জায়গায় পশু কোরবানী দেয়ার স্থান নির্ধারণ করা হলেও বাসা-বাড়ির সামনেই পশু কোরবানি দিয়েছেন রাজধানীবাসী!

এদিকে কোরবানির ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ সিটিকে প্রায় বর্জ্যমুক্ত করা হয়েছে বলে দাবী করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন।
মঙ্গলবার নগর ভবন প্রাঙ্গণে কোরবানির বর্জ্য অপসারণ নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ দাবী করেন মেয়র সাঈদ খোকন। দক্ষিনের মেয়র বলেন, এরই মধ্যে ১৭টি পশুর হাটের বর্জ্যসহ কোরবানি করা পশুর বর্জ্য মিলিয়ে প্রায় ১৬ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করা হয়েছে। তবে মেরাদিয়া বাজার, কমলাপুর স্টেডিয়ামসংলগ্ন বিশ্ব রোডের খালি জায়গা ও শনির আখড়া হাটের বর্জ্য ইজারাদারদের আসহযোগিতার কারণে এখনও পরিস্কার করা যায়নি। সময়মতো পশুর হাটের বাঁশ খুঁটি সরিয়ে না নেয়ার কারণে তাদের জামানত বাজেয়াপ্ত করার কথাও জানান দক্ষিণ সিটি মেয়র।

Related Articles

Leave a Reply

Back to top button