Leadক্রীড়াঙ্গন

১০০ কোটি ডলারের ক্লাব বিশ্বকাপে কী কী থাকছে

অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ২০২২ কাতার বিশ্বকাপের প্রাইজমানি ছিল ৪৪ কোটি ডলার। সেখানে রোববার (১৫ জুন) থেকে শুরু হতে যাওয়া নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের প্রাইজমানি ১০০ কোটি ডলার! ৩২ দলের নতুন ফরম্যাটের সেই বিশ্বকাপ জিততে এবার মরিয়া রিয়াল মাদ্রিদ, পিএসজি, রিভার প্লেটের মতো দলগুলো।

নতুনত্ব কোথায়
ক্লাব বিশ্বকাপ নতুন কোনো টুর্নামেন্ট নয়। ২০০০ সাল থেকেই ৬ বা ৭ ক্লাব নিয়ে বছরের শেষ দিকে অনুষ্ঠিত হত এটা। এবার সেই টুর্নামেন্টটা হচ্ছে ৩২ দল নিয়ে। ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা। গ্রুপের সেরা দুই দল উঠবে শেষ ষোলোয়, এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। যুক্তরাষ্ট্রের ১১টি শহরে ১২ ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৬৩টি ম্যাচ, ফাইনাল ১৩ জুলাই।

সবচেয়ে বেশি ৮৮৫০০ দর্শক আসনের স্টেডিয়াম ক্যালিফোর্নিয়ার রোজ বোল। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন ৮২৫০০ দর্শক, ফাইনাল হবে সেখানেই।

রেফারিদের শরীরে থাকবে ‘বডি ক্যামেরা’, যার ফুটেজ টিভি সম্প্রচারে ব্যবহার করা হবে। বিতর্কিত দৃশ্যের ফুটেজ অবশ্য দেখানো হবে না। এছাড়া গোলরক্ষককে বল কুড়িয়ে নেওয়ার পর আট সেকেন্ডের মধ্যে ছেড়ে দিতে হবে, নাহলে প্রতিপক্ষ কর্নার কিক পাবে। এর আগে গোলকিপার বল রাখতে পারতেন ৬ সেকেন্ড, দেরি করলে প্রতিপক্ষকে পেত পরোক্ষ ফ্রি–কিক।

অফসাইডে প্রযুক্তি
ক্লাব বিশ্বকাপে অ্যাডভান্সড সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা, একাধিক ক্যামেরা, বলে লাগানো সেন্সর থেকে আরও দ্রুত তথ্য সংগ্রহ করা যাবে। অফসাইডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তা কাজে লাগানো হবে।

সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব
এত দিন কোনও খেলোয়াড় বদলাতে হলে চতুর্থ রেফারির কাছে গিয়ে বলতে হত। এখন প্রতিটি দলের সাপোর্ট স্টাফদের হাতে ট্যাব দেওয়া থাকবে। তার মধ্যেই পরিবর্ত খেলোয়াড়ের নাম জানিয়ে আবেদন করতে পারবেন তারা।

প্রাইজমানি বণ্টন
ক্লাব বিশ্বকাপে সবচেয়ে খারাপ পারফর্ম্যান্স করলেও অন্তত ৩৫.৮০ লাখ ডলার পাওয়া নিশ্চিত অংশ নিতে যাওয়া ৩২ দলের সবার। আফ্রিকা, এশিয়া ও উত্তর আমেরিকার দেশগুলোর ক্লাব পাবে ৯৫.৫০ লাখ ডলার করে। দক্ষিণ আমেরিকার দলগুলোর জন্য বরাদ্দ ১ কোটি ৫২.১০ লাখ ডলার। আর ইউরোপের দলগুলো পাবে ১ কোটি ২৮.১০ লাখ থেকে ৩ কোটি ৮১.৯০ লাখ ডলারের মধ্যে। চ্যাম্পিয়ন দল পাবে ৪ কোটি ডলার।

ফেবারিট কোন দল
ক্লাব বিশ্বকাপের সর্বশেষ ১১ আসরে চ্যাম্পিয়ন ইউরোপের ক্লাবগুলো। এছাড়া ২০ আসরের ১৬টিই জিতেছে ইউরোপের ক্লাব। এবারও তাই ফেভারিট রিয়াল মাদ্রিদ, পিএসজি, ম্যানচেস্টার সিটির মতো দলগুলোই। এবার বড় কোনো শিরোপা না জেতা রিয়াল ক্লাব বিশ্বকাপ জিততে দলে ভিড়িয়েছে কয়েকজনকে। ইউরোপের সবচেয়ে সফল দলটি অন্যতম ফেবারিট এবার।

কোপা লিবার্তাদোরেস জয়ী ব্রাজিলের বোতাফোগো চ্যালেঞ্জ জানাতে পারে রিয়ালসহ ইউরোপের দলগুলোকে। আছে আর্জেন্টিনার রিভার প্লেটের মতো শক্তিশালী ক্লাবও।

আছেন ৪৪ থেকে ১৬ বছরের খেলোয়াড়
এবারের ক্লাব বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ব্রাজিলিয়ান ফ্লুমিনেন্সের গোলকিপার ফাবিওর। টুর্নামেন্ট শুরুর দিন তার বয়স হবে ৪৪ বছর ২৫৭ দিন। ফাবিও ১৯৯৭ সালে রোনালদিনহোর সঙ্গে মিলে জিতেছিলেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ! জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসের মিডফিল্ডার তাকেশি ওয়াদা ১৬ বছরে পা দিয়েছেন গত সপ্তাহে। ক্লাব বিশ্বকাপের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় ওয়াদাই।

ক্লাব বিশ্বকাপে ১০০ জনের বেশি ফুটবলার আছে শুধু ব্রাজিল ও আর্জেন্টিনার। ব্রাজিলের খেলবেন সর্বোচ্চ ১৪২ জন আর আর্জেন্টিনার ১০৪ জন। তালিকায় এরপর আছেন স্প্যানিশ ৫৪, পর্তুগিজ ৪৯, আমেরিকান ৪২, মেক্সিকান ৪০, ফরাসি ৩৭, জার্মান ৩৬, ইতালিয়ান ৩৬, মরোক্কান ৩১ এবং দক্ষিণ আফ্রিকান ৩১ ফুটবলার।

অংশ নিচ্ছে কারা
উত্তর, মধ্য ও ক্যারিবিয়ান অঞ্চল: মনটেরি (মেক্সিকো), সিয়াটল সাউন্ডার্স (যুক্তরাষ্ট্র), পাচুয়া (মেক্সিকো), লস অ্যাঞ্জেলেস এফসি (যুক্তরাষ্ট্র)।

দক্ষিণ আমেরিকা : পালমেইরাস (ব্রাজিল), ফ্ল্যামেঙ্গো (ব্রাজিল), ফ্লুমিনেজ (ব্রাজিল), বোতাফোগো (ব্রাজিল), রিভার প্লেট (আর্জেন্টিনা), বোকা জুনিয়র্স (আর্জেন্টিনা)।

এশিয়া : আল হিলাল (সৌদি আরব), উরাওয়া রেড ডায়মন্ডস (জাপান), আল আইন (সংযুক্ত আরব আমিরাত), উলসান (দক্ষিণ কোরিয়া)।

আফ্রিকা : আল–আহলি (মিসর), ওয়াইদাদ (মরক্কো), এসপেরানস দি তিউনিস (তিউনিসিয়া), মামেলোদি সানডাউনস (দক্ষিণ আফ্রিকা)।

ওশেনিয়া : অকল্যান্ড সিটি (নিউজিল্যান্ড)।

আয়োজক দেশের ক্লাব: ইন্টার মায়ামি (যুক্তরাষ্ট্র)।

ইউরোপ : চেলসি (ইংল্যান্ড), রিয়াল মাদ্রিদ (স্পেন), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড), বায়ার্ন মিউনিখ (জার্মানি), পিএসজি (ফ্রান্স), ইন্টার মিলান (ইতালি), পোর্তো (পর্তুগাল), বেনফিকা (পর্তুগাল), বরুসিয়া ডর্টমুন্ড (জার্মানি), জুভেন্টাস (ইতালি), আতলেতিকো মাদ্রিদ (স্পেন), রেড বুল সালজবুর্গ (অস্ট্রিয়া)।

রিয়ালের খেলা কবে
আল আহলি-ইন্টার মায়ামি ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ (বাংলাদেশ সময় আগামীকাল সকাল)। লিওনেল মেসি মাঠে নামছেন প্রথমদিনই। রিয়াল মাদ্রিদ আছে গ্রুপ ‘এইচ’-এ। আল-হিলালের সঙ্গে তাদের প্রথম ম্যাচ ১৮ জুন। ২২ জুন পাচুকা আর ২৬ জুন তাদের খেলা রেড বুল সালজবুর্গের সঙ্গে।

Related Articles

Leave a Reply

Back to top button