স্বৈরাচারের সাথে যুক্ত ছিলো বলেই রাঙ্গারা নূর হোসেনকে নিয়ে বিতর্ক ছড়ায়
শহীদ নূর হোসেন বাংলাদেশে গণতন্ত্রের প্রতীক বলে মন্তব্য করেছেন সরকারি দলের নেতারা। তারা বলছেন, নূর হোসেন গণতন্ত্রের জীবন্ত পোস্টার, নূর হোসেনকে নিয়ে জাতীয় পার্টির নেতা মসিউর রহমান রাঙ্গার বিতর্কিত মন্তব্যের সমালোচনা করে তারা বলেন, রাঙ্গারা স্বৈরাচারের সাথে ছিলো বলেই এ ধরনের মন্তব্য করতে পারে।
মঙ্গলবার সচিবালয়ে আলাদা আলাদা সংবাদ ব্রিফিং এ সাংবাদিকদের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, দীর্ঘ আন্দোলন পথ পেরিয়ে গণতন্ত্র রক্ষা আন্দোলন সংগ্রাম করেছে দেশের রাজনীতিকরা। তাদের আন্দোলন আকাঙ্খা কতটা তীব্র ছিলো আর স্বৈররশাসনের বিরুদ্ধে জাতি কতটা সোচ্চার ছিলো তার প্রমাণ শহীদ নূর হোসেনের বুকে-পিঠের লেখা। নূর হোসেনরা এদেশের ইতিহাসের অংশ উল্লেখ করে ড. রাজ্জাক আরো বলেছেন, মসিউর রহমান রাঙ্গা নূর হোসেনকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা খুবই দু:খজনক। যারা এ মন্তব্য করেন তারা স্বৈরাচারের সঙ্গে যুক্ত ছিলো।
তিনি আরো বলেন একেক দলের মতবাদ ভিন্ন হবে এটা স্বাভবিক। তবে রাষ্ট্র ইতিহাস বিরোধী কথা বললে তার প্রতিবাদ অবশ্যই করা হবে এবং তিনি আশা প্রকাশ করেন জাতীয় পার্টির এসব ক্ষেত্রে বোধোদয় হবে।
আর এ ধরনের ইতিহাসবিরোধী বক্তব্য থেকে শরীক দলগুলোর নেতারা বিরত থাকবেন বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যদিও মশিউর রহমান রাঙ্গা নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। তবে এ ধরনের বক্তব্য মহাজোটের শরীকদের কাছ থেকে আশা করা যায়না বলেও মন্তব্য করেন হাছান মাহমুদ।