রাজনীতি

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা কাওসারকেও অব্যাহতি।

যুবলীগ চেয়ারম্যানের মতো একই পরিণতি হল ক্যাসিনোকাণ্ডে নাম জড়ানো স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মো. আবু কাওসারের।
তাকেও অব্যাহতি দেয়া হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, কাওসার মোল্লাকেও অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ।
বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের একটি বিশেষ বর্ধিত সভায় তিনি বলেন, “স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকেও তার পদ থেকে নেত্রী অব্যাহতি দিয়েছেন। আমি তার সঙ্গে কথা বলেছি, বিষয়টি তাকেও জানিয়েছি।”
তিনি বলেন, ‘মূল দল বা সহযোগী সংগঠন কিংবা এমপি যে যত প্রভাবশালী নেতাই হোক না কেন, যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তারা সবাই নজরদারিতে আছেন।’
ঢাকার ওয়ান্ডারার্স ক্লাবে ক্যাসিনোর কাণ্ডের সঙ্গে যুবলীগ নেতা কাউন্সিলর এ কে এম মমিনুল হক সাঈদের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা কাওসারেরও আসে সংবাদমাধ্যমে।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল গত সোমবার কাওসার মোল্লা ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়।

Related Articles

Leave a Reply

Back to top button