ক্রীড়াঙ্গন
স্বপ্ন আমাদের সত্যি হল: আকবর

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ভারতকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের যুবারা। রবিবার (৯ ফেব্রুয়ারি) ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে তিন উইকেটে হারায় বাংলাদেশ।
এম্যাচে নেতৃত্ব দিয়েছেন যুব অধিনায়ক আকবর আলী। শিরোপা নির্ধারণী ম্যাচে ম্যাচ সেরাও তিনি।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আকবর বলেন, স্বপ্ন আমাদের সত্যি হল। এটা আমাদের গত দুই বছরের কঠোর পরিশ্রমের ফসল। কোচিং স্টাফদের আমি ধন্যবাদ দেওয়াটা যথেষ্ট মনে করি না, তারা মাঠ ও মাঠের বাইরে আমাদের জন্য অনেক কিছু করেছে। বোলাররা আমাদের কাজটা সহজ করে দিয়েছে। যেটা করেছে, সেটা আসলে হওয়ার কথা ছিল না।”
ভারতের প্রসঙ্গে অধিনায়ক আকবর বলেন, “আমি ভারতীয় ক্রিকেটারদের শুভেচ্ছা জানাচ্ছি। তারা পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলেছে।”