সেন্টমার্টিনে ট্রলারডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার

কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের সবাই নারী ও শিশু। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত ৭৩ জনকে। এছাড়াও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
উদ্ধারপ্রাপ্তদের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার এস এম জাহিদুল ইসলাম বলেছেন, ট্রলারটিতে থাকা অধিকাংশ মানুষই টেকনাফের বিভিন্ন শরণার্থী শিবিরে থাকা রোহিঙ্গা। সোমবার (১০ ফেব্রুয়ারি) শেষ রাতের দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় একাধিক সূত্র বলছে, নৌকায় সাগর পাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিলেন তারা।
জীবিতদের সেন্টমার্টিন কোস্টগার্ড কার্যালয়ে রাখা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।
নিখোঁদের উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী ও কোস্টগার্ড।