পুঁজিবাজার
সূচক বেড়েছে পুঁজিবাজারে।
সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে। তবে কমেছে লেনদেনের পরিমাণ।রোববার ডিএসইতে লেনদেন হওয়া ৩৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ১০৬টির, আর ৬০টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৪ হাজার ৯২১ পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের বাজারমূল্য ছিল ৩০৪ কোটি ৭২ লাখ টাকা। সূচক বেড়েছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া ২৩২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৭৪টির, আর ৩৬টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।