জাতীয়
সুযোগ পেলে নতুন প্রজন্ম বিশ্ব জয় করতে পারে: পলক
রেহানা বেগম (মিম)
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাংলাদেশ যাতে ২০৪১ সালে নেতৃত্ব দিতে পারে সেই লক্ষ্যে আইসিটি বিভাগ কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের মেধার ঘাটতি নেই, সুযোগ পেলে তারা বিশ্ব জয় করতে পারবে।
থাইল্যান্ডের চিয়াংমাইয়ে ২১তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। সারাদেশ থেকে ৭ থেকে ১২ বছর বয়সী ৪শ’ প্রতিযোগী অংশ নেবে। শিক্ষার্থীরা রোবট গ্যাদারিং, ক্রিয়েটিভ ক্যাটাগরি, রোবট ইন মুভি ও রোবটিক কুইজ প্রতিযোগিতায় অংশ নেবে।