জেলার খবর

সুন্দরবনে বন্দুকযুদ্ধে ৪ বনদস্যু নিহত, অস্ত্র উদ্ধার।

সুন্দরবনের কয়রায় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে আমিনুর বাহিনীর প্রধান আমিনুরসহ চারজন নিহত হয়েছে।
র‌্যাব জানিয়েছে, খুলনার কয়রা উপজেলার কয়রা খালে সোমবার গভীর রাতে অভিযানে নামে তারা। রাত থেকে থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দফায় দফায় বনদস্যুদের সঙ্গে তাদের গোলাগুলি চলে।
নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। নিহতদের মধ্যে আমিনুর বাহিনীর প্রধান আমিনুর ছাড়াও সেকেন্ড ইন কমান্ড রফিক রয়েছেন।
র‌্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ২টার দিকে ওই এলাকায় অভিযানে যায় তারা।
‌বনদস্যুরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি করে। এসময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। সকাল পর্যন্ত থেমে থেমে গুলিবিনিময় চলে। দিনের আলো ফুটলে দস্যুরা পালিয়ে যায়। তখন সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়।
ঘট্নাস্থল থেকে তিনটি আগ্নেয়াস্ত্র ও কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button