Leadচট্রগ্রামজেলার খবর

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা থাকলেও শান্ত রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত পরিস্থিতি। তবে সতর্কতা হিসেবে টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ ঠেকাতে জেল বিজয়নগর ও আখাউড়া উপজেলার অন্তত ৩৪ কিলোমিটার সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বিশেষ করে ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে নিরবচ্ছিন্নভাবে টহল দেয়া হচ্ছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। এছাড়াও চোরাচালান প্রতিরোধ এবং ভারত সীমান্ত ঘেঁষা গ্রামের বাসিন্দাদের সচেতনতায় তাদের নিয়ে বিজিবির সীমান্ত ফাঁড়িগুলোর (বিজিবি) উদ্যোগে নিয়মিত সচেতনতামূলক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে কোনো অবস্থাতেই সীমান্তবর্তী বাসিন্দাদের সীমান্তের দেড়শ গজের মধ্যে চলাফেরা না করার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে। বিজয়নগরের নলগুড়িয়া, নোয়াবাদি, কাশিমপুর, কালাছড়া, ইগুরতলী, লেজামুড়া, তোফায়েল নগর, বামুটিয়া, ছড়ার পার, ধোঁড়ানাল ও আখাউড়ার ফকিরমোড়া আব্দুল্লাহপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় দেখা যায়, দলবদ্ধভাবে বিজিবির সদস্যরা সীমান্তে টহল দিচ্ছেন। অবৈধভাবে যেন কোনো ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সেজন্য তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন সীমান্তে।

এছাড়া বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কেউ যেন সীমান্তের দেড়শ গজের মধ্যে অবাধ চলাফেরা না করেন- সে বিষয়ে ভারত সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে ঘুরে স্থানীয়দের সচেতন করছেন।

আখাউড়ার কুড়িপাইকা গ্রামের বাসিন্দা রুবেল আহমেদ জানান, দেশের বিভিন্ন সীমান্তে অবৈধভাবে ভারতীয় নাগরিকদের পুশইন নিয়ে যে উত্তেজনা বিরাজ করছে- তা নিয়ে তাদের গ্রামের বাসিন্দাদের মাঝেও আতঙ্ক বিরাজ করছে। বিজিবির তরফ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। তবে সীমান্তে বিজিবির টহল কার্যক্রম আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

ভারত সীমান্তবর্তী বাউতলা গ্রামের বাসিন্দা আসিফ মিয়া জানান, আখাউড়া সীমান্ত দিয়ে পুশইনের ঘটনা না ঘটলেও তাদের মাঝে এক ধরনের আতঙ্ক কাজ করছে। তবে রাতে সীমান্ত দিয়ে যেন কোনো চোরাচালান না হয়, সেজন্য বিজিবির তৎপরতা আরো বাড়ানোর দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, সীমান্তে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

টহল কার্যক্রম আগের চেয়ে আরো বেশি জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ২৫ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় কোনো অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেনি।

এছাড়া সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ ভারতীয় পণ্য চোরাচালান রোধেও বিজিবি সদস্যরা সদা তৎপর রয়েছেন। তবে সীমান্তবর্তী বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সচেতন হবার পরামর্শ দেন তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button