জেলার খবর
সিরাজগঞ্জ চৌহালীতে যুবদল নেতাকে অব্যাহতি
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলা যুবদলের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মোল্লার বিরুদ্ধে চাঁদবাজির অভিযোগ উঠেছে। এ সংশ্লিষ্ট একটি অডিও ছড়িয়ে পড়েছে। এতে একটি উন্নয়ন কাজের ঠিকাদারকে হুমকি সহ টাকা দাবি করা হয়েছে।’
এদিকে বুধবার জেলা যুবদল দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসা সাক্ষরিত এক পত্রে দলীয় পদ থেকে হাসান মোল্লাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে- সংগঠন বিরোধী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় চৌহালী উপজেলা যুবদলের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক সহ সকল পদ থেকে হসসান মোল্লাকে অব্যাহতি দেয়া হল। হাসান মোল্লা চৌহালী উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের দক্ষিণ জোতপাড়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে।’