সিনে পাড়ায় ভোট উৎসব।

সিনেমা পাড়ায় চলছে ভোটের উৎসব । অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি প্রার্থী চিত্রনায়িকা মৌসুমী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। জয়ী হলে শিল্পীদের যোগ্য সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার মূল প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি মিশা সওদাগর নেতৃত্ব দিচ্ছেন একটি পূর্ণ প্যানেলের।
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসিতে চলছে শিল্পী সমিতির নির্বাচনের আয়োজন। চলচ্চিত্র শিল্পীদের ন্যায্য সম্মানী, অবসরকালীন ভাতা নিশ্চিত করা এবং সিনেমায় দর্শক ফিরিয়ে আনার ব্রত নিয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা।
র্নিবাচনে স্বতন্ত্র হিসেবে সভাপতি পদের জন্য লড়ছেন চিত্র নায়িকা আরিফা পরভীন জামান মেৌসুমী।
তার অভিযোগ বিদায়ী কমিটির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সমিতির অনেকেই সরে এসেছেন নির্বাচন থেকে।
শৃংখলা ফিরিয়ে এনে শিল্পীদের যোগ্য সম্মান দেওয়াই সমিতির কাজ উল্লেখ করে, নির্বাচনী রিবেশ নিশ্চিত করার কথা বলেছেন আরেক সভাপতি প্রার্থী মিশা সওদাগর।
ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন সাধারন সম্পাদক প্রার্থী ইলিয়াস কোবরা। আর বিদায়ী সাধারন সম্পাদক জায়েদ খানের দাবী, তার প্যানেলের প্রতি শিল্পীরা আস্থাশীল।
সাড়ে চারশ ভোটার। ২৫ অক্টোবর নির্বাচন।
ভোটের মাঠে প্রচার প্রচারণায় বহিরাগত ঠেকাতে নির্বাচন কমিশনও তৎপর।