স্পোর্টেইনমেন্ট

সারপ্রাইজ দিলেন মাহি,অভিনন্দন জানালেন সাবেক স্বামী

কয়েকদিন আগেই  ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি ফেসবুক স্ট্যাটাসে দিয়েছিলেন, ১৩ সেপ্টেম্বর সারপ্রাইজ দেবেন। কি সেই সারাপ্রাইজ ! এ নিয়ে নানা প্রশ্ন ছিলো ভক্তদের মধ্যে। তবে অনেকেই আবার স্ট্যাটাস দেখে  ধারণা করছিল, হয়তো মাহি বিয়ে করতে যাচ্ছেন। আর সেই ধারনাই সত্য হলো।

দিত্বীয়বার বিয়ের পিড়িঁতে বসলেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

রাকিব সরকার নামে গাজীপুরের এক রাজনীতিক-ব্যবসায়ীকে বিয়ে করেছেন এই অভিনেত্রী।

মাহিয়া মাহি রোববার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজকে আমার বিয়ে হয়েছে। আমার অনেক ভালোলাগার দিন আজ। আশা করি, আমাদের জন্য দোয়া করবেন সবাই। ভালোবাসায় রাখবেন আমাদের। আপাতত এইটুকুই।’

মাহির প্রথম স্বামী অপুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে কিছুদিন আগে। এরই মধ্যে নতুন জীবন শুরু করলেন তিনি।

মাহির বিয়ের খবরে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন সাবেক স্বামী অপু।

অপু গনমাধ্যমকে জানিয়েছেন, ‘বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখতে পেলাম। আমার অভিনন্দনটা জানিয়ে দিবেন। মাহি নতুন সংসার শুরু করেছে জেনে খুবই ভালো লাগছে। তার নতুন জীবনের জন্য শুভকামনা।’

নতুন জীবনে মাহি ভালো থাকুক জানিয়ে তিনি আরও বলেন, ‘আমার পরিবারের মান সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভকামনা। আমি খুব সাধারণ মানুষ। সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।’

সংসারের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যাচ্ছেন মাহিয়া মাহি । বর্তমানে শাহীন সুমন পরিচালিত ‘মাফিয়া’ নামে ওয়েব সিরিজের শুটিং করছেন।

Related Articles

Leave a Reply

Back to top button