শিক্ষা-স্বাস্থ্য

সাম্য’র জন্য শোক পালন ঢাবি প্রশাসনের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় শোক পালন করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল থেকে অর্ধদিবসের জন্য স্থগিত রয়েছে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা। চলবে দুপুর ১টা পর্যন্ত।

বুধবার (১৪ মে) সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ শোক পালনের ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এর আগে, তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী ও ঢাকা মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিশ্ববিদ্যালয় চত্বরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। উপাচার্য জানান, নিরাপত্তার স্বার্থে রাজু ভাস্কর্যের পেছনের প্রবেশপথটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে। এরইমধ্যে বৃহস্পতিবার (১৫ মে) সকালে গেটটি বন্ধের কার্যক্রম শুরু হয়। ক্যাম্পাস ঘুরে দেখা যায়, অনেকটা শুনশান নিরবতা বিরাজ করছে ক্যাম্পাসে। বন্ধ রয়েছে শ্রেণিকক্ষ।

মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দির গেটের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন সাম্য। এ ঘটনায় তিনজনকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সাম্য স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদকও ছিলেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে।

Related Articles

Leave a Reply

Back to top button