জাতীয়
সাভারে মিনিবাস-লেগুনার সংঘর্ষে নিহত ৩

সাভারের কলমায় লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কলমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, কলমা এলাকায় দুটি যাত্রবাহী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে পরিবহন দুটি ঘটনাস্থলে দুমড়ে-মুচড়ে যায়।
পরে সাতজনকে আহত অবস্থায় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, ৯ জনকে হাসপাতালে আনা হয়। এদের ৩ জনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।



