জাতীয়

সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমান বন্দরে সতর্কতা জারি

বিশ্বের বড় কয়েকটি বিমান বন্দরে সাইবার হামলার পর তৎপর হয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সাইবার হামলা প্রতিরোধে দেশের সব বিমান বন্দরে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

এই পদক্ষেপের অংশ হিসেবে সংস্থাটি দেশের সব বিমান বন্দরে সবোর্চ্চ সতর্কতা জারি সহ দশটি বিশেষ নির্দেশনা পাঠিয়েছে।এর ই মধ্যে গত মাসে বেবিচকের ওয়েব সাইটে সাইবার হামলা হয়।এতে বড় ধরনের ক্ষতি না হলেও কর্মকর্তাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

বৃহস্পতিবার বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।বেবিচকের সদস্য এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খানের স ই করা নির্দেশনাপত্রটি দেশের সব বিমান বন্দরের প্রধান ও বেবিচকের উর্দ্ধতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

ঐ নির্দেশনায়, বাংলাদেশ বিমান পরিবহন কার্যক্রম নির্বিঘ্নে রাখতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।এর মধ্যে রয়েছে শক্তিশালী ও জটিল পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ই-মেইল,বা অজানা কোন লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা। অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার ও এন্টি ভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা,কোন ধরনের পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, দাপ্তরিক ডিভাইসে ব্যাক্তিগত অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকা, এবং মাল্টি- ফ্যাক্টর এথেনটিকেশন (MFA) এ পদ্ধতি চালু করা।এ ছাড়া যেকোনো ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি ( CAAB- CERT )সাট টিম এবং আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইন্সিডেনট রেসপন্স টিম কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button