স্পোর্টেইনমেন্ট

সাইফ আলীর ৫০০০ কোটির সম্পত্তি থেকে বঞ্চিত সন্তানরা

বলিউডের সুপারস্টার সােইফ আলী খান ভারতের পতৌদির নবাব পরিবারের সদস্য। এই অভিনেতার রয়েছে ৪ সন্তান। প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সংসারে রয়েছে সাইফের দুই সন্তান সারা আলী খান এবং ইব্রাহিম খান। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পর দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন নায়িকা কারিনা কাপুরের সঙ্গে। কারিনার সংসারে অভিনেতার রয়েছে দুই ছেলে তৈমুর ও জেহ। হরিয়ানার পতৌদি প্যালেস এবং ভোপালে পৈতৃক সম্পত্তিসহ এই তারকা প্রায় ৫০০০ কোটি রুপির সম্পত্তির মালিক! কিন্তু দু:খের বিষয় হলো তার এই সম্পত্তির কিছুই সন্তানদের দিতে পারছেন না বলিউড ‘নবাব’।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোরে প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। পাকিস্তানে বসবাসকারী সাইফের গ্র্যান্ড আন্টির পরিবারের সঙ্গে এই বিষয়ে কিছু বিরোধ রয়েছে, যা সম্পত্তির সঙ্গে সম্পর্কিত।

এর পেছনে মূল কারণ হচ্ছে ভারতের একটি আইন। সাইফের দাদা হামিদুল্লাহ খান ব্রিটিশ আমলের নবাব ছিলেন। কিন্তু তিনি তার সম্পত্তির কোনো উইল করে যাননি। আর এতেই বেঁধেছে বিপত্তি।

কারণ ভারতের শত্রু বিরোধ আইন অনুযায়ী কোনো ব্যক্তি সম্পত্তির ওপর দাবি করতে পারবেন না। কেউ যদি এর বিরোধিতা করেন এবং এটিকে নিজের সম্পত্তি বলে মনে করেন, তাহলে তাদের হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্টে যেতে হবে। আদলতে বিষয়টি সুরাহা করতে না পারলে সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্র রাষ্ট্রপতির।

 

 

Related Articles

Leave a Reply

Back to top button