জাতীয়

সাংবাদিক সাগর-রুনি হত্যার ৮ বছর আজ

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে নিজ ঘরে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। ঘটনার আজ ৮ বছর। নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন এই সাংবাদিক দম্পত্তি । পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

সাগর রুনি হত্যার পরদিন ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। তখন খুনিদের খুঁজে বের করে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। তবে আট বছরেও মেলেনি সেই হত্যার ঘটনার কোন সুরাহা মিলেনি। মামলাটির তদন্ত কার্যক্রম গত ৮ বছরে ৫ বার হাত বদল হয়েছে।  এ পর্যন্ত ৭১ বার সময় নেওয়া হয়েছে।

এদিকে সাগর-রুনি হত্যার বিচার দাবিতে সাংবাদিকদের আন্দোলন থেমে নেই। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন সাংবাদিক নেতারা। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় এ বিক্ষোভ সমাবেশ শুরু হবে।

Related Articles

Leave a Reply

Back to top button