রাজনীতি

সম্রাটের অফিস থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার।

যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের কার্যালয় থেকে পিস্তল, গুলি, বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবাসহ বিভিন্ন জিনিস উদ্ধার করেছে র‌্যাব।

রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব জানায়, সম্রাটের কার্যালয় থেকে ১১০০ পিস ইয়াবা, ১৫ বোতল বিদেশি মদ, কয়েকটি ইলেক্ট্রিক টর্চার মেশিন, চাইনিজ পিস্তল, ৫ রাউন্ড গুলি, ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার করা হয়েছে।

এসময় র‌্যাবের গণসংযোগ বিভাগের সহকারী পরিচালক মিজানুর এসব জিনিস গণমাধ্যমকর্মীদের দেখান।
এর আগে দুপুরে রাজধানীর কাকরাইল মোড়ের ভূইয়া ম্যানশনে ওই কার্যালয়ে ঢোকেন র‌্যাব সদস্যরা। এখানেই নিয়মিত বসতেন সম্রাট।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) মাহফুজুল হক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন। কার্যালয় ঘিরে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

Related Articles

Leave a Reply

Back to top button